Monday 11 September 2017

ইসলামী ব্যাংক (IBBL) প্রশ্ন সমাধান - ২০১৭


8 September 2017 ( General officer)

>>>IBBL- (ATO)-2017<<<
(Exam date: 8-09-2017)
>>>> Full Math part <<<<

দুটি নমুনা প্রশ্ন: ( পিডিএফ ফাইলে সবগুলো প্রশ্রের ব্যাখ্যা সহ সমাধান আছে)
#প্রশ্ন: 01:
P একটি কাজ ২৫ দিনে করে। Q, P – এর চাইতে ২৫% বেশী কর্মক্ষম। তাহলে Q কাজটি কত দিনে করতে পারবে? [IBBL- (ATO)-2017]
ক. ২০ দিনে
খ. ১৮.৭৫দিনে
গ. ২২ দিনে
ঘ. ১৫ দিনে
#ব্যাখ্যাসহ সমাধান: (ক)
এখানে P এর কর্মক্ষমতা ১০০ হলে Q এর কর্মক্ষমতা ১২৫।
অর্থাৎ তাদের কর্মক্ষমতার অনুপাত P:Q = ১০০:১২৫ বা ৪:৫
সুতরাং তাদের লাগা সময়ের অনুপাত হবে P:Q = ৫:৪ (কারণ কাজের ক্ষেত্রে যে বেশি কর্মক্ষম তার সময় লাগবে কম। )
অর্থাৎ কাজটি করতে P কে ৫ দিন লাগলে ছ লাগবে ৪ দিন। তাহলে চ কে ২৫ দিন লাগলে Q লাগবে ২০ দিন।
বুঝে গেলে: শর্টকার্টে ১০ সেকেন্ডে: কর্মক্ষমতা P:Q= ১০০:১২৫ বা ৪:৫
সুতরাং সময়: = P:Q = ৫:৪ বা ২৫:২০
(প্রশ্নে ২৫ দেয়া আছে তাই P ২৫ বানালে Q = ২০ হবে। )
# Similar math: ( নিজে চেষ্টা করুন)
( এক নিয়মের অংক একসাথে করলে বেশিদিন মনে থাকে এবং নিয়মের উপর আত্মবিশ্বাস তৈরী হয়)
#প্রশ্ন: 02:
A is 30% more efficient than B. How much time will they, working together, take to complete a job which A alone could have done in 23 days? (BB AD - 2016)
a.11
b. 13
c. 21
d.none
#প্রশ্ন: 03:
Babu can paint a house three times faster than Ali can paint. If working together, it takes Ali and Babu 24 hours to paint the house, then how many hours will it take Babu to paint the house alone? (Janata Bank Off:- 2009)
a.24
b.38
c.30
d.32
===============================
#প্রশ্ন: 04:
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪ ও ২৬ ভাগশেষ থাকবে ? [IBBL- (ATO)-2017]
ক.১৪৪
খ.১৩৪
গ.১৫৪
ঘ.১৬৪
#সমাধান: (খ)
১৬-৬ = ১০
২৪-১৪ = ১০
৩৬-২৬ = ১০
অর্থাৎ এই সংখ্যাগুলোর ল.সা.গু থেকে উত্তরটি প্রতিবার ১০ কম হবে।
এখানে, ১৬, ২৪ এবং ৩৬ এর ল.সা.গু = ১৪৪ অর্থাৎ ১৪৪ কে ভাগ করলে কোন ভাগশেষ থাকবে না।
সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে ১৪৪-১০ = ১৩৪।
প্রমাণ: ( যাদের কনফিউশন লাগে তারা ১৩৪ কে ১৬ দিয়ে ভাগ করলে ১৬*৮ = ১২৮ হবে ভাগশেষ ১৩৪-১২৮ = ৬ আবার ২৪ ও ৩৬ দিয়ে ১৩৪ কে ভাগ করতে গেলে যথাক্রমে ১৪ ও ২৬ ভাগশেষ থাকবে। কারণ এদের মিলিত হওয়ার স্থান অর্থাৎ ল.সা.গু ১৪৪ থেকে কমন বিয়োগফল ১০ বিয়োগ করায় ২৪ দিয়ে ভাগ করলে ১০ কমে ১৪ ভাগশেষ এবং ৩৬ দিয়ে ভাগ করলে ১০ কমে ২৬ ভাগশেষ থাকবে।
#একই নিয়মে: ( নিজে চেষ্টা করুন:)
#প্রশ্ন: 05:
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ ও ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৫ ও ৯ হবে? (জাতীয় রাজস্ব বোর্ড-১০)
ক.৪৪
খ.৪১
গ.৫১
ঘ.৫৭
#প্রশ্ন: 06:
একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাকে ৩,৪,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২,৩,৪ এবং ৫ অবশিষ্ট থাকে। (থানা সহ:শিক্ষা অফি:-০৫)
ক.৪৯
খ.৪১
গ.৫১
ঘ) ৫৯

Download PDF 


১) এক ব্যক্তির ৪৮২ টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমান লাভ হয়, ৩১৮ টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমান ক্ষতি হয়। দ্রব্যটি ৪০% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত? 
সমাধান:-
মনেকরি দ্রব্যটির ক্রয়মূল্য = ক টাকা।
সুতরাং দ্রব্যটি ৪৮২ টাকায় বিক্রয় করলে লাভ হয় = (৪৮২-ক) টাকা
এবং ৩১৮ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় = (ক-৩১৮) টাকা।
প্রশ্নমতে,
(ক-৩১৮) = (৪৮২-ক)
বা, ক + ক = ৪৮২+৩১৮ [পক্ষান্তর করে]
বা, ২ক = ৮০০
বা, ক = ৪০০ [উভয় পক্ষকে ২ দ্বারা ভাগ করে]
সুতরাং দ্রব্যটির ক্রয়মূল্য = ৪০০ টাকা।
৪০% লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য = ৪০০ + (৪০০*৪০/১০০) = ৫৬০ টাকা।
উত্তর: ৫৬০ টাকা।

২) একটি ৬০ মিটার * ৪০ মিটার বাগানের মাঝ বরাবর ৫ মিটার চওড়া দুটি রাস্তা যথাক্রমে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর আছে। রাস্তা দুটি সিমেন্ট দিয়ে বাঁধাতে প্রতি বর্গমিটারে ২৪০ টাকা করে খরচ হলে মোট কত খরচ পড়বে? 
সমাধান:-
পাশের চিত্রটি লক্ষ করি।
প্রশ্নমতে,
বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্যের সমান অর্থাৎ ৬০ মিটার এবং প্রস্থ ৫ মিটার।
বাগানের প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য বাগানের প্রস্থের সমান অর্থাৎ ৪০ মিটার এবং প্রস্থ ৫ মিটার।
রাস্তা দুটি যে স্থানে একে অপরকে অতিক্রম করে তার দৈর্ঘ্য = প্রস্থ = ৫ মিটার।
সুতরাং রাস্তাদুটির ক্ষেত্রফল = (৬০*৫) + (৪০*৫) - (৫*৫) = ৩০০ + ২০০ - ২৫ = ৪৭৫ বর্গমিটার।
১ বর্গমিটার রাস্তা বাঁধাতে খরচ হয় = ২৪০ টাকা
৪৭৫ বর্গমিটার রাস্তা বাঁধাতে খরচ হয় = (২৪০*৪৭৫) টাকা = ১১৪০০০ টাকা।
উত্তর: ১১৪০০০ টাকা।

A. ইসলামী আর্থিক ব্যবস্থার সরুপ ও প্রকৃতি " নিয়ে অনুচ্ছেদ(১০)
B. Challenges of Banking sectors in BD (10)
C. বাংলা টু ইংরেজি ( ১*৫) = ৫
D. Math (5*2) = 10
E. Short note (5*3) = 15
a) IDB
b) মুদারাবা"
c) Green Fianancing
d) LAN, WAN & MAN
e) Modern কি ও কাজ গুলো লিখেন।

ইংরেজিতে অনুবাদঃ
১। সবার সাথে খাপ খাইয়ে চলা কতো না কঠিন
২। আমি যদি আবার শিশু হতাম
৩। আমরা অফিসে পৌছার পরে তিনি আসলেন
৪। লোকটি হাড়ে হাড়ে দুষ্ট
৫। শোনা কথায় আমি বিশ্বাস করিনা

English Q solve
Set A, pls Correct me if i am wrong.
56. why, to, of
57. Besides
58. would have been
59. met
60. of
61. impatient
62. inattentive
63. spontaneous
64.
65. Talented
66. By whom was it spoken?
67. monotheist
68. He prayed that he might have some milk.
69. your
70. smelling
71. The shirts suits me fine.
72. He likes cincert and so do we
73. Dina is taller than each of her four sisters
74. I heard her singing
75. Nostalgia
GK & IT

1. Amount of default loan in 30-06-2017 : 74,200 crore
2. Islamic index : Bahrain
3. Mers virus detected by : Dr Ali Md Jakir
4. Father of modern singapore: Le Kuan Yew
5. BD democracy ranking : 84th
6. Bangabondhu satellite to be launched : 16-12-2017
7. Ways of being out in cricket = 10 (it would be 9)
8. Prohibition length of Hilsha of being cought : 9 inch
9. নয় কু‌ড়ি কান্দার, ছয় কু‌ড়ি বিল: টাঙ্গুয়ার হাওর
10. এক‌টি বা‌ড়ি, এক‌টি খামার প্রকল্প চালু হয়: 1998
11. Currency of Denmark : Krona
12. Architect of Hatir Jheel : Ehsan Kabir
13. Wanagala is a festival of: Garo
14. Out of TPP : Philipain
15. Language used by computer: Binary
16. Optical disk : Memory disk
17.:Input device : Keyboard
18.:HTML used in: web page desgine
19. INI is a : system file
20. Tax free income: tk 2,50,000


http://i.imgur.com/hHYxMrG.jpg


http://i.imgur.com/hRhRSrZ.jpg


http://i.imgur.com/39jLJD8.jpg

No comments:

Post a Comment

অনলাইন ট্রেজারি চালান ভেরিফাই করুন এবং চালান ফরম পূরনের নিয়মাবলী

অনলাইনে ট্রেজারি চালান ভেরিফাই করুন + চালান ফরম পূরণের নিয়ম চালান ফরম পূরণের নিয়ম এবং verification পদ্ধতি চালান ফরম...