Friday 24 August 2018

পুলিশের এসআই/এএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য বেস্ট সাজেশন্স/2020

পুলিশের এসআই/এএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য বেস্ট সাজেশন্স/2020


✍১৷ ক) এজাহার কাকে বলে? এতে কি কি বিষয় উল্লেখ থাকে বা এজাহারের মূল বৈশিষ্ট্যসমূহ কি কি?
অথবা, এজাহারের আবশ্যকীয় বিষয় সমূহ কি কি?

খ) গুরুত্বপূর্ন মামলা সমূহের এজাহার লিপিবদ্ধকালীন সময়ে মামলা রুজুকারী অফিসারকে কি কি বিষয় সম্পর্কে যত্নবান হতে হবে?
অথবা, কিভাবে এজাহার লিপিবদ্ধ করা হয়?

গ) এজাহারের প্রয়োজনীয়তা কি? একবার এজাহার লিপিবদ্ধ করলে তা বাতিল করা যায় কি?

ঘ) থানায় কে এজাহার লিপিবদ্ধ করিতে পারেন? এজাহারে কি কি ত্রুটি থাকে? এজাহারের কপি কোথায় প্রেরণ করিতে হয়?

✍২৷ জেনারেল ডায়েরী কাকে বলে ? এতে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয়?

✍৩৷ গ্রেফতার কাকে বলে? গ্রেফতারের নিয়মাবলি বর্ণনা করুন৷

✍৪৷ আইনানুগ গ্রেফতার এড়ানোর চেষ্টাকালে কোন ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটানো যায় কি? কোন ক্ষেত্রে? পুলিশ যাকে গ্রেফতার করতে ক্ষমতাবান তার গ্রেফতার কার্যকরী করতে জেলার সীমার বাইরে যাওয়া যায় কি? গেলে কোন ক্ষেত্রে?

✍৫৷ কোন কোন ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন? আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর পুলিশ অফিসারের কর্তব্য কি?

✍৬৷ আমলযোগ্য অপরাধ বলতে কি বুঝেন? আমলযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া আলোচনা করুন৷

✍৭৷ কোন ব্যক্তি এবং স্থানের তল্লাশীর সময়, আগে এবং পরে একজন পুলিশ অফিসারের কি কি বিধান পালন করা উচিত? তা বর্ণনা করুন৷

✍৮৷ ক্রাইমসিন বলতে কি বুঝেন? ক্রাইমসিন থেকে কি কি বস্তু সাক্ষ্য হিসেবে সংগ্রহ করা যায় এবং এ সকল বস্তু সাক্ষ্য হিসেবে সংরক্ষনের নিয়মাবলি লিখুন৷


✍৯৷ থানা হাজতে আসামী রাখার পূর্বে কি কি নিয়ম পালন আবশ্যক? আসামী কি ব্যক্তিগত মালামাল সঙ্গে রাখতে পারেন?
অথবা, আটক ব্যক্তির দেহ তল্লাশীর পদ্ধতি আলোচনা করুন।

✍১০৷ সমন কি? সমন জারীর পদ্ধতি বর্ণনা করুন৷ ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির সদাচরনের মুচলেকা সম্পাদনের প্রস্তুতি আলোচনা করুন৷

✍১১৷ আসামী পলাতক বা ফেরারী থাকলে আদালতে হাজির করা না গেলে তখন আদালত পলাতক আসামীর বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিতে পারেন৷
অথবা, কোন আইনে আসামীকে আদালতে আত্মসমর্পন করতে বাধ্য করতে পারে?

✍১২৷ তল্লাশী পরোয়ানা বলতে কি বুঝেন? তল্লাশীর আগে, তল্লশীর সময়, এবং পরে কি কি নিয়ম পালন করতে হয়?

✍১৩৷শান্তিরক্ষা ও সদাচরণের মুচলেকা বলতে কি বুঝেন? পুলিশ অফিসারের সাক্ষী তলব করার ক্ষমতা আলোচনা করুন৷

✍১৪৷ জব্দ তালিকা বলতে কি বুঝেন? একটি পূর্নাঙ্গ জব্দ তালিকা প্রস্তুতের জন্য কি কি তথ্য থাকা আবশ্যক আলোচনা করুন৷

✍১৫৷ ম্যাজিষ্টেট অথবা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করলে প্রত্যেক ব্যক্তি কখন সাহায্য করতে বাধ্য? যে কোন সাধারন নাগরিক কর্তৃক গ্রেফতারের ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করতে হয়?

✍১৬৷ অস্বাভাবিক মৃত্যু মামলা বলিতে কি বুঝেন? কি কি কারণে এই ধরনের মামলা রুজু হতে পারে? গলায় ফাঁস দিয়ে মরা, পানিতে ডুবে মরা, বিষপানে মরা মৃতদেহের তদন্ত কালে কি কি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে?

✍১৭৷ অস্বাভাবিক মৃত্যু মামলা বলিতে কি বুঝেন?পুলিশ হেফাজতে কারো মৃত্যু ঘটলে কি কি ব্যবস্থা গ্রহন করতে হয়? অস্বাভাবিক মৃত্যুজনিত কোন লাশ কবরস্থ করা হলে পূনরায় কবর হতে উঠানোর কি বিধান আছে?

✍১৮৷ ফাসিঁতে ঝুলানো কোন মৃত দেহের কোন কোন ছিহ্ন দ্বারা অনুমান করা যায় যে, হত্যার পর মৃত দেহটি ফাঁসিতে লটকানো হয়েছে৷

✍১৯৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য উধ্বর্তন কর্মকর্তার অনুপস্থিতে সহকারী দারোগা হিসেবে থানায় কর্মরত থাকাকালীন একটি দাঙ্গা-হাঙ্গামাজনিত খুনের সংবাদ পাওয়ার পর আপনার দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করুন৷
অথবা, ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি হত্যাকান্ডের সংবাদ পেয়ে অাপনাকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিলেন৷ থানার এএসআই হিসেবে আপনার করণীয় কি?

✍২০৷ অবৈধ জনতা বা বেআইনী সমাবেশ বলতে কি বুঝেন? বৈধ জনতা কি কখনো অবৈধ হতে পারে? অবৈধ জনতা ছত্রভঙ্গ করার পূর্বে কর্তব্যরত পুলিশ ইনচার্জের দায়িত্ব কি? অবৈধ জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে কি কি পদ্ধতি অনুসরণ করা উচিত তা সংক্ষেপে আলোচনা করুন৷

✍২১৷ জামিন কি? ওসি কোন কোন ক্ষেত্রে একজন অাটক আসামীকে জামিনে মুক্তি দিতে পারেন?

✍২২৷ পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক বলতে কি বুঝায়? এর প্রয়োজনীয়তা কি? ক্রোককৃত সম্পত্তি নিষ্পত্তির নিয়ম-কানুন গুলো লিখুন৷

✍২৩৷ কখন কি কি পরিস্থিতিতে পুলিশ অফিসার কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন?

✍২৪৷ চূড়ান্ত রিপোর্ট কাকে বলে? চূড়ান্ত রিপোর্ট কত প্রকার ও কি কি? ব্যাখা করুন৷

✍২৫৷ পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তির আইনগত অধিকার গুলো লিপিবদ্ধ করুন৷

✍২৬৷ রাজসাক্ষী কাকে বলে? কে রাজসাক্ষীকে ক্ষমা মঞ্জুর করতে পারেন? রাজসাক্ষী মিথ্যা সাক্ষ্য প্রদান করলে তার বিচার করার পদ্ধতি কি?

✍২৭৷ জনসমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রনে পুলিশের দায়িত্ব ও কর্তব্য কী? জনসমাবেশ ও শোভাযাত্রার শান্তি-শৃংখলা রক্ষা করার জন্য পুলিশ কি ধরনের নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহন করতে পারে?

✍২৮৷ জিজ্ঞাসাবাদের (Interrogation) ভূমিকা মামলা তদন্তের ক্ষেত্রে কিরূপ বলে আপনি মনে করেন৷ জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কি কি বিষয় যত্নশীল হওয়া জরুরী বলে আপনি মনে করেন৷

✍২৯৷ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কী বুঝায়? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কাউকে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় কি?

✍৩০৷ কোন কোন কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নেই?
অথবা, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পূর্বশর্ত বা সীমাবদ্ধতা কি? সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকারের আরম্ভ ও স্থিতিকাল আলোচনা করুন৷

✍৩১৷ নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধিত হবার সম্ভবনার ক্ষেত্রে মারাত্মক আক্রমনের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকারসমূহ বর্ননা করুন৷

✍৩২৷ দন্ডবিধি আইন অনুসারে কোন কোন অপরাধের জন্য মৃত্যুদন্ড দেয়া যেতে পারে? কোন অবস্থায় কোন লোকের মৃত্যু ঘটালে তার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড আলোচনা করুন৷

✍৩৩৷ "সকল নরহত্যায় হত্যা কিন্তু সকল হত্যা নরহত্যায় নহে" ব্যাখা করুন৷

✍৩৪৷ চুরি, দস্যুতা, ডাকাতি একই অপরাধের তিনটি ভিন্নরূপ মাত্র- আলোচনা করুন৷

✍৩৫৷ এফএম বা ফাইনাল মেমোরেন্ডাম প্রাপ্তির পর গৃহীতব্য কার্যক্রম আলোচনা করুন৷

✍৩৬৷ পিআরবি ও অন্যান্য আইন অনুযায়ী একজন পুলিশ অফিসারের জন্য নিষিদ্ধ কাজগুলো বর্ননা করুন৷

✍৩৭৷ জনগণের আস্থা ও ভালবাসা অর্জনের জন্য থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কি কি কাজ করা উচিত বলে আপনি মনে করেন?

✍৩৮৷ থানার মূল্যবান রেজিস্টার গুলো কি কি? এগুলোর প্রয়োজনীয়তা কি? বর্ণনা করুন৷

✍৩৯৷ অসৎ চরিত্র তালিকা 'ক' ও 'খ' (এ - রোল ও বি- রোল) বলতে কী বুঝায়? অপরাধী সনাক্তকরন ও অপরাধ নিয়ন্ত্রনে অসৎ চরিত্র তালিকাসমূহের ভূমিকা আলোচনা করুন৷

✍৪০৷ ভিলেজ ক্রাইম নোট বুক (VCNB) বলতে কি বুঝেন? এর বিভিন্ন অংশগুলো কি কি আলোচনা করুন৷ কোন পুলিশ অফিসার কি
ভিলেজ ক্রাইম নোট বুক (VCNB) আদালতে হাজির করতে বাধ্য ?

✍৪১৷ কেস ডায়েরী বলতে কি বুঝেন? তাতে কি কি বিষয় উল্লেখ থাকে? এর প্রয়োজনীয়তা আলোচনা করুন৷

✍৪২৷ থানায় নিয়োজিত এএসআই এর দায়িত্ব ও কর্তব্য লিখুন৷ এএসআই কি মামলা তদন্ত করতে পারেন? বিস্তারিত আলোচনা করুন৷

✍৪৩৷ টি.আই প্যারেড বা সনাক্তকরন মহড়া বলতে কি বুঝেন? কখন কোথায় কি জন্য এ মহড়া অনুষ্টিত হয়?

✍৪৪৷ হিস্ট্রিশীট বলতে কি বুঝেন? হিস্ট্রিশীট খোলার নির্দেশ কে দিতে পারেন? কি কারণে
হিস্ট্রিশীট খোলা হয়?

✍৪৫৷ থানা হাজতে আসামী আত্মহত্যা করলে ডিউটি অফিসার হিসেবে একজন এসআই/এএসআই এর দায়িত্ব কি?

✍৪৬৷ পুলিশ আইন অনুযায়ী পুলিশের কর্তব্য সমূহ কি কি? পুলিশ আইনের ৩৪ ধারার শর্ত সমূহ লিখুন৷

✍৪৭৷ সাক্ষ্য বলতে কি বুঝেন? সাক্ষ্য কয়প্রকার ও কি কি? একজন বোবা লোক বা অল্পবয়স্ক বালক বা একজন অতি বৃদ্ধ লোক কি সাক্ষ্য দিতে পারেন? কেস ডায়েরীর সাক্ষ্যগত মূল্য আলোচনা করুন৷

✍৪৮৷ স্বীকৃতি ও স্বীকারোক্তির মধ্যে পার্থক্য কী? পুলিশ হেফাজতে আটক ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্যের কোন অংশ কী তথ্যদাতার বিরুদ্ধে প্রমান করা যায়? এলিবাই বলতে কি বুঝেন?

✍৪৯৷ জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি বলতে কি বুঝেন?

✍৫০৷ সাক্ষ্যের প্রাসঙ্গিকতা বলতে কী বুঝেন? কোন অপরাধজনক ঘটনার পূর্ববর্তী আচরণ, পরবর্তী অাচরণ এবং অজুহাত (Alibi) কিভাবে প্রাসঙ্গিকতা পায়৷ ব্যাখা করুন৷

✍৫১৷ যে সকল ঘটনা অন্য কোনভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কিভাবে প্রাসঙ্গিক হয় ব্যাখা করুন৷

✍৫২৷ স্বীকারোক্তি কাকে বলে? কোন কোন অবস্থায় পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তির মূল্য নেই? কোন কোন ক্ষেত্রে
স্বীকারোক্তির মূল্য অাছে? বৈরী সাক্ষী কি?

✍৫৩৷ মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে মৃত্যুকালীন জবানবন্দির পর সে যদি বেচেঁ যায়  তাহলে প্রদত্ত জবানবন্দির আইনগত মূল্যায়ন কতটুকু?

✍৫৪৷ একজন পুলিশ কনষ্টবল কি রাস্তায় মোটর গাড়ির কাগজপত্র অাটক করতে পারেন? মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর শাস্তি কি? রেজিষ্টশন ইনস্যুরেন্স এবং রুট পারমিট ব্যতিত গাড়ি চালানোর শাস্তি কি?

✍৫৫৷ পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী নিবারন মূলক পুলিশি কার্যসমূহ কি কি? কোন পদবীর কর্মকর্তা নিবারনমূলক কার্যক্রম গ্রহন করতে পারেন আলোচনা করুন৷

✍৫৬৷ দেহ তল্লাশীর আইনানুগ পদ্ধতি আলোচনা করুন৷ একজন পুলিশ অফিসার হিসেবে রাস্তায় কোন গাড়ি বা কোন ব্যক্তির দেহ তল্লাশীর ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে?

✍৫৭৷ এনইআর বলতে কি বুঝায়? আসামী পলাতক থাকলে তার বিরুদ্ধে বিচারানুষ্টানের পদ্ধতি অালোচনা করুন৷

✍৫৮৷ আসামীর নিকট থেকে প্রাপ্ত তথ্য কখন তার বিরুদ্ধে প্রমান করা যাবে? একজন খুন মামলার আসামী পুলিশের নিকট স্বীকার করে যে 'সে একটি ছুরি দিয়ে খুন করেছে' পুলিশ ছুরিটি উদ্ধার করতে পারেনি৷ অাসামীর এই স্বীকারোক্তি সাক্ষ্য অাইনের আলোকে আলোচনা করুন৷

✍৫৯৷ এফ এম প্রাপ্তির পর করণীয় কি আলোচনা করুন৷

✍৬০৷ কোন কোন ক্ষেত্রে মৃত, নিখোঁজ বা সাক্ষ্য দেয়ার অযোগ্য ব্যক্তির লিখিত বা মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক ঘটনা?

**********পরীক্ষার সময় করনীয়ঃ************

পরীক্ষায় একি প্রশ্ন একটু ঘুরিয়ে অন্য ভাবে উপস্থাপন করে তাই বিচলিত না হয়ে ঠান্ডা মাথায় আগে প্রশ্ন ভালভাবে বুঝে উত্তর লিখুন৷
Top 10  রেজাল্ট করতে যে সব যোগ্যতা লাগে-
১৷ ভাল আইন জানতে হবে৷
২৷ পরীক্ষার প্রশ্ন বুঝে নিজের ভাষায় ভালভাবে উত্তর দিতে হবে৷
৩৷ সবগুলো প্রশ্নের উত্তর যথাসময়ে লিখে শেষ করতে হবে৷ (হাতের লেখার গতি থাকতে হবে)
৪৷ হাতের লেখা সুন্দর হতে হবে৷

এ চারটি বৈশিষ্ট্য যার ভেতর আছে অাশা করি তার বেস্ট রেজাল্ট হবে৷

       আল্লাহ সবার পরিশ্রম ও মন বাসনা কবুল করুন৷ আমিন৷
********************সমাপ্ত৷****************

No comments:

Post a Comment

অনলাইন ট্রেজারি চালান ভেরিফাই করুন এবং চালান ফরম পূরনের নিয়মাবলী

অনলাইনে ট্রেজারি চালান ভেরিফাই করুন + চালান ফরম পূরণের নিয়ম চালান ফরম পূরণের নিয়ম এবং verification পদ্ধতি চালান ফরম...